নানা আয়োজনে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। আরএমপির বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যরা এতে অংশ নেন।
বিজ্ঞাপন
পরে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এ সময় আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক উপস্থিত ছিলেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইনসে বিশেষ রক্তদান কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান বেনজীর আহমেদ পুলিশ লাইনসে অনাবাদি জমিতে সবজি চাষও উদ্বোধন করেন।