রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ ফয়জুর রহমানকে (৫০) গুলি করে হত্যার ঘটনায় থানায় হয়েছে। ঘটনাস্থল কালুখালী উপজেলায় হওয়ায় গতকাল বৃহস্পতিবার নিহতের ছেলে নাইমুর রহমান কালুখালী থানায় এই মামলা করেন। মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। কারা কেন ফয়জুরকে হত্যা করেছে, সে সম্পর্কে কোনো ধারণা করতে পারছে না পরিবার।
বিজ্ঞাপন
ওসি নাজমুল হাসান জানিয়েছেন, ঘাতকদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।