kalerkantho

শুক্রবার । ৩০ সেপ্টেম্বর ২০২২ । ১৫ আশ্বিন ১৪২৯ ।  ৩ রবিউল আউয়াল ১৪৪৪

ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



রাজধানীর শাহবাগ এলাকায় শিক্ষা ভবনের সামনে গত মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় মো. সিফাত (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় শাকিল নামের আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত সিফাতের বন্ধু ফুয়াদ বলেন, ‘আমরা গত মঙ্গলবার রাতে আট বন্ধু মোটরসাইকেলে চড়ে পুরান ঢাকায় খেতে গিয়েছিলাম। ফেরার পথে আমরা ছয়জন মোটরসাইকেল চালিয়ে সামনে চলে আসি।

বিজ্ঞাপন

পরে জানতে পারি, সিফাত ও শাকিল ট্রাকের ধাক্কায় আহত হয়েছে। সঙ্গে সঙ্গে শিক্ষা ভবনের সামনে থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। রাত আড়াইটার দিকে চিকিৎসক জানান, সিফাত মারা গেছে। ’ বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করছিলেন সিফাত। তাঁর বাসা রাজধানীর কচুক্ষেত এলাকায়।



সাতদিনের সেরা