kalerkantho

শুক্রবার । ৩০ সেপ্টেম্বর ২০২২ । ১৫ আশ্বিন ১৪২৯ ।  ৩ রবিউল আউয়াল ১৪৪৪

পদ্মা সেতু নির্মাণে ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি পড়েছে

বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপদ্মা সেতু নির্মাণে ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি পড়েছে

দীর্ঘদিন অসুস্থ থাকার পর জাতীয় সংসদে ফিরেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শারীরিক খোঁজখবর নিতে তাঁর আসনের সামনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তোলা। ছবি : সংগৃহীত

বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেছেন, ‘বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে শত বাধা পেরিয়ে পদ্মা সেতু নির্মাণ করার জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পদ্মা সেতু শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। পদ্মা সেতু নিয়ে অনেকে ষড়যন্ত্র-বিরোধিতা করেছিলেন, কুকথা বলেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরে সেই পদ্মা সেতু নির্মিত হওয়ায় তাঁদের মুখে চুনকালি পড়েছে।

বিজ্ঞাপন

গতকাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রওশন এরশাদ এ কথা বলেন। তিনি সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

 সাতদিনের সেরা