নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নোয়াগাঁও এলাকার সোনাডুবি হাওরে গতকাল বুধবার সকাল ১১টার দিকে ত্রাণভর্তি একটি ট্রলার ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে।
ট্রলারে থাকা খালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম লাল জানান, বুধবার সকালে গাড়ি করে টাঙ্গাইলের বড়চওনি বাজার থেকে ৬০০ প্যাকেট ত্রাণসহ তাঁর নেতৃত্বে ১২ জনের একটি স্বেচ্ছাসেবী দল কলমাকান্দার উদ্দেশে রওনা হয়। কলমাকান্দা এসে একটি ট্রলারে ত্রাণগুলো ভরেন।
বিজ্ঞাপন
কলমাকান্দা পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী রাশেদুজ্জামান জানান, সোনাডুবি হাওরে ভাঙা বিদ্যুতের খুঁটির বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন।