kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

ইউরোপে আশ্রয়প্রার্থী শীর্ষ ছয় দেশের একটি বাংলাদেশ

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইউরোপের দেশগুলোতে আশ্রয়ের জন্য আবেদনকারীর সংখ্যা বাড়ছে। ২০২০ সালের তুলনায় গত বছর (২০২১) আশ্রয় চেয়ে আবেদনকারীর হার বেড়েছে ৩৪ শতাংশ। আর এই আবেদনকারীদের মধ্যে শীর্ষ ছয় দেশের একটি হলো বাংলাদেশ।

ইউরোপীয় ইউনিয়নের আশ্রয়প্রার্থীবিষয়ক সংস্থার (ইইউএএ) বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

গত সোমবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ইইউএএর ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গত বছর ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য আবেদন করে ২০ হাজার বাংলাদেশি। এদের মধ্যে শিশুও আছে। আবেদনের নথিতে তাদের অভিভাবক নেই বলে উল্লেখ রয়েছে। তাদের ৮৯ শতাংশের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

বাংলাদেশ ছাড়া শীর্ষ আবেদনকারী দেশগুলোর মধ্যে রয়েছে সিরিয়া (১,১৭,০০০), আফগানিস্তান (১,০২,০০০), ইরাক (৩০,০০০), পাকিস্তান (২৫,০০০) ও তুরস্ক (২৫,০০০)।

সব মিলিয়ে গত বছর ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য জমা পড়েছে ছয় লাখ ৪৮ হাজার আবেদন। এর মধ্যে প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে পাঁচ লাখ ৩৫ হাজার আবেদন।সাতদিনের সেরা