ডা. মমতাজ বেগম
প্রিমিয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রয়াল ইউনিভার্সিটির (আরইউবি) বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন বিশিষ্ট চিকিৎসক ডা. মমতাজ বেগম আর নেই। গতকাল মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডা. মমতাজ বেগম প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালের সহধর্মিণী। তিনি একজন নারী উদ্যোক্তা।
বিজ্ঞাপন
এ ছাড়া ডা. মমতাজ বেগম গালফ মেডিক্যাল সেন্টার ও বুখারা রেস্টুরেন্ট (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নওরীন ইলেকট্রনিকস লিমিটেড, বেঙ্গল টাইগার সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক এবং বিকন ট্রাভেলস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি