kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

শিক্ষাঙ্গন

২৯ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশিক্ষাঙ্গন

জাপানি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট উদ্বোধন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি এবং কাইকম গ্রুপের মধ্যে জাপানি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেপিটি) বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান এবং কাইকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকায় জাপানি অ্যাম্বাসাডর ইতো নাওকিসহ অন্যরা।

বিজ্ঞাপন

এই চুক্তির ফলে জাপানে কর্মসংস্থানে ইচ্ছুক বাংলাদেশিরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিতে জাপানি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (JPT) দিয়ে সনদ অর্জন করতে পারবেন। আগামী জুলাই বাংলাদেশ প্রথম জেপিটি কার্যক্রম শুরু হবে। বিস্তারিত জানতে https://jptbd.com -এ যোগাযোগ করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি


ব্যাংকিং খাত নিয়ে আইইউবিএটিতে সেমিনার

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে সেমিনারের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। গত রবিবার এই বিশেষ সেমিনারের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়টির কলেজ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিবিএ) অনুষদের শিক্ষার্থীরা।

ওই সেমিনারে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের স্টকটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অর্থনীতি বিষয়ের ভিজিটিং অধ্যাপক ড. মুনির হাসান। সেমিনারে বিভিন্ন বিভাগের তিন শ শিক্ষার্থীর পাশাপাশি অধ্যাপকরাও অংশ নেন।

ড. মুনির হাসান বলেন, গোটা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবাকে পছন্দ করে। সেখানে ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বেশি হলেও, ব্যাংকিং সেবা নিরাপদ। ব্যাংকগুলো তাদের গ্রাহকদের সর্বাত্মক সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখে। এ ছাড়া সেমিনারে শিক্ষার্থীরা ব্যাংকিং সেবার নানা দিক নিয়ে প্রশ্ন করেন। সংবাদ বিজ্ঞপ্তিসাতদিনের সেরা