kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

স্বেচ্ছাসেবক লীগ

ঢাকা মহানগরের সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক   

২৯ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এই নির্দেশ দেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা অচিরেই কমিটি গঠনে উদ্যোগ গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

২০১৯ সালের নভেম্বরে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময়ে গঠিত মহানগরের তিন বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হবে আগামী নভেম্বরে। সম্মেলনের আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি।সাতদিনের সেরা