kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

১৭ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

সমাজ ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে

নিজস্ব প্রতিবেদক   

২৯ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকার আশুলিয়ায় এক শিক্ষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেছেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বাংলাদেশের সমাজ ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ পথ হারানোর আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ গতকাল ১৭ বিশিষ্ট নাগরিকের পক্ষে এ বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, চলমান ঘটনায় প্রমাণিত হয়, বাংলাদেশ আজ সাম্প্রদায়িকতার ছোবলে ক্ষতবিক্ষত। দেশে মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত। সামাজিক মর্যাদা অদৃশ্য।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে সাম্প্রদায়িকসহ সব অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে হবে। মুক্তিযুদ্ধের চার মূলনীতির আলোকে শিক্ষা, প্রশাসনসহ রাষ্ট্রের সব কার্য সাধনে প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানো এখন সময়ের দাবি।

বিবৃতিদাতা ১৭ বিশিষ্ট নাগরিক হলেন হাসান ইমাম, অনুপম সেন, সেলিনা হোসেন, রামেন্দু মজুমদার, সারওয়ার আলী, ফেরদৌসী মজুমদার, আবেদ খান, আবদুস সেলিম, লায়লা হাসান, মফিদুল হক, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, হারুন হাবীব, শফি আহমেদ, নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ ও সারা যাকের।

আশুলিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় শাসন করায় উৎপল কুমার সরকার নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে এক বখাটে ছাত্র। অন্যদিকে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করা হয়েছে।সাতদিনের সেরা