kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

বাড়ি ভাড়া নেওয়ার কৌশলে নারীকে হত্যা

সাভার প্রতিনিধি   

২৯ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাভারে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম হাজেরা বেগম (৬৫)। গতকাল মঙ্গলবার সাভার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিনোদবাইদ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, হাজেরা বেগম ওই এলাকার মৃত সাখাওয়াত হোসেনের দ্বিতীয় স্ত্রী।

বিজ্ঞাপন

নিজ বাড়িতে একাই বসবাস করতেন তিনি। বাড়ির দারোয়ান সাইদুল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে বোরকা পরিহিত এক নারী বাসাভাড়া নিতে এলে তাঁকে হাজেরা বেগমের ফ্ল্যাটে নিয়ে যান তিনি। হাজেরা বেগমের সঙ্গে কথা আছে বলে ওই নারী তাঁকে গেটে পাঠিয়ে দেন। বিকেল ৪টার দিকে ওই নারী বাসা থেকে বের হয়ে যান। পরে হাজেরা বেগমের ফ্ল্যাটের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজেরা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করছি। একই সঙ্গে অপরাধ তদন্ত বিভাগকে খবর দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যাবে। ’সাতদিনের সেরা