kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

দুর্গতদের মধ্যে বাফওয়ার ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক   

২৯ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবন্যাদুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বাফওয়ার কেন্দ্রীয় সভানেত্রী তাহিমদা হান্নান তেজগাঁও পুরাতন বিমান বন্দরে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। আইএসপিআর জানায়, বাফওয়া সভানেত্রী বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সিলেটগামী বাফওয়া টিমের কাছে হস্তান্তর করেন। বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রমের পাশাপাশি তাদের এই কর্মসূচিও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সিলেট অঞ্চলসহ গাইবান্ধা, সিরাজগঞ্জ ও দেশের অন্যান্য বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া বাফওয়া বন্যা-পরবর্তী পুনর্বাসনের জন্যও বিভিন্ন অনুদানসহ কর্মসংস্থনের ব্যবস্থাতেও অংশ নেবে।সাতদিনের সেরা