kalerkantho

রবিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১০ আশ্বিন ১৪২৯ ।  ২৮ সফর ১৪৪৪

নতুন ১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক   

২৮ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকায় নতুন ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হয়। এই সময়ে ঢাকার বাইরে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার হাসপাতালে ১০৫ জন ও অন্যান্য বিভাগে ৯ জন রোগী ভর্তি আছে। এ বছর ১ জানুয়ারি থেকে ২৭ জুন পর্যন্ত ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৬৯। এর মধ্যে ৮৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ সময়ে গত ২১ জুন একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এটিই ছিল এ বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু।

 সাতদিনের সেরা