kalerkantho

রবিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১০ আশ্বিন ১৪২৯ ।  ২৮ সফর ১৪৪৪

সড়ক দুর্ঘটনা

দুই শিক্ষার্থীসহ চার জেলায় পাঁচজন নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদুই শিক্ষার্থীসহ চার জেলায় পাঁচজন নিহত

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে গতকাল দিনাজপুর-ঢাকা সড়ক অবরোধ করা হয়। ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসচাপায় তাফসিয়া হোসেন রিপা (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাহাদুরপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া দেশের তিন জেলায় সড়কে প্রাণ গেছে আরো চারজনের। গত রবিবার সকাল থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আশুগঞ্জে নিহত রিপা বাহাদুরপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে ও স্থানীয় কামাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোমবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় ইউনিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে।

এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলো উপজেলার গুণগ্রামের ইসমাইল হোসেন (৫৫) এবং খাগড়াটা গ্রামের স্কুলছাত্র সাব্বির কবীর (১৪)।

গতকাল সোমবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন ইসমাইল হোসেন। তিনি উপজেলার গুণগ্রামের বাবর আলীর ছেলে। এ ছাড়া গত রবিবার সকালে একই মহাসড়কে উপজেলার পোড়াবাড়ীতে মোটরসাইকেলচাপায় মারা যায় স্কুলছাত্র সাব্বির। সে উপজেলার খাগড়াটা গ্রামের কালাম ফকিরের ছেলে।

পটুয়াখালীর গলাচিপায় গতকাল সকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির প্যাদা (৪২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার খলিশাখালীর মজিদ প্যাদার ছেলে।

এদিকে, দিনাজপুর-ঢাকা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দিনাজপুরো এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থী আহত হওয়ার পর মেডিক্যাল কলেজের সামনের স্পিড ব্রেকারের দাবিতে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

দিনাজপুর-ঢাকা মহাসড়কের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের সামনে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে মেডিক্যাল কলেজের ২৯ ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইরা ফেরদৌস প্রমি (২১) আহত হন। তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 সাতদিনের সেরা