সাভারের আশুলিয়ায় উৎপল কুমার সরকার (৩৫) নামের এক শিক্ষককে ক্রিকেট স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করেছে ওই স্কুলেরই দশম শ্রেণির এক ছাত্র। মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এ ঘটনায় গতকাল রবিবার সকালে আশুলিয়া থানায় আহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এর আগে গত শনিবার দুপুর ২টার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণেই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালায় ওই ছাত্র।
বিজ্ঞাপন
হামলার পর আহত শিক্ষককে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়।