kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

কাদের সিদ্দিকী বললেন

মানুষের মনোবল বৃদ্ধি পাবে

নিজস্ব প্রতিবেদক   

২৬ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপদ্মা সেতুর উদ্বোধন প্রসঙ্গে কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। তাঁর দৃঢ়তায় এটা হয়েছে। বিশ্বের দরবারেও আমাদের সম্মান বৃদ্ধি পাবে। দেশে আমরা যে একটা কিছু করতে পারি, এতে মানুষের মনোবল বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

’ গতকাল শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের মাওয়ায় সুধী সমাবেশে যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে সরকারের সমালোচক কাদের সিদ্দিকী সকাল ১০টার আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছান। তিনি এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রথম সারিতে কূটনীতিকদের পাশে বসেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খ্যাতিমান মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেন, ‘আমার সৌভাগ্য যেদিন দেশ স্বাধীন হয়েছিল, একমাত্র বাঙালি হিসেবে আমি নিয়াজির (মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক) সামনে গিয়েছিলাম, আজকে পদ্মা সেতুর শুভ উদ্বোধনে আসতে পেরেছি এটাও আমার জন্য সৌভাগ্যের। ’

কাদের সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাস্তব রূপ নেওয়া পদ্মা সেতু বিশ্বে বাংলাদেশের সম্মান বাড়াবে। এটা কোনো ব্যক্তির সম্পদ নয়। এটা জাতীয় সম্পদ। এখন নেত্রী শেখ হাসিনার উচিত হবে, সার্বিকভাবে মানুষের সহযোগিতা কামনা করা। যারা পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছিল তাদের এখন আর নিন্দা বা মন্দ বলা ভালো হবে না। ’সাতদিনের সেরা