kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

‘যত খুশি ছবি তুলুন, বন্যার্তদের পাশে দাঁড়ান’

কুমিল্লা প্রতিনিধি   

২৬ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লা নগরীর ধর্মসাগর (দিঘি) পার। গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে গেলেই একদল তরুণের ব্যতিক্রমী কর্মকাণ্ড চোখে পড়ছিল সবার। তারা অনেকটা চিৎকার করেই সবাইকে ডেকে বলছে, ‘যত খুশি ছবি তুলুন, বন্যার্তদের পাশে দাঁড়ান। ’

দেশের বিভিন্ন স্থানের বন্যার্তদের সহায়তা দিতে এমন উদ্যোগ নেয় কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটি।

বিজ্ঞাপন

ধর্মসাগর পার ছাড়াও নগর উদ্যানে ছিল তাদের উপস্থিতি। দেশের বিভিন্ন স্থানের ৩৫ জন আলোকচিত্রী এই আয়োজনে অংশ নেন।

তাদের এমন ব্যতিক্রমী মানবিক আহ্বানে সাড়া দিয়ে অনেকেই ছবি তুলেছে। আবার কেউ ছবি না তুলেই সহযোগিতা করেছে। কেউ কোনো রকম সাড়া না দিয়েই চলে গেছে। তবু একগাল হাসি নিয়ে পথচারীদের সামনে দানবাক্স ধরেছে তরুণরা।  

ছবি তোলা শেষে আজাদ হোসেন ও সাথী আক্তার জানান, এমন আয়োজন অবশ্যই প্রশংসনীয়। এভাবে সবাই নিজ জায়গা থেকে এগিয়ে এলে বন্যার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।সাতদিনের সেরা