kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

রাস্তার গাছ কাটছেন স মিল মালিক

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি   

২৬ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাস্তার গাছ কাটছেন স মিল মালিক

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট-বাগধা সড়কের গাছ কাটা হচ্ছে। ছবি : কালের কণ্ঠ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট থেকে বাগধা সড়কের চাঁত্রিশিরা নামক স্থানের সড়কের পাশের প্রায় দুই লাখ টাকার সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় স মিল (করাত কল) মালিক সায়েদ হোসেন বেপারী ও আব্বাস শিকদার নামের এক স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে। গতকাল শনিবার গাছগুলো কাটা হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, চাঁত্রিশিরা সায়েদ স মিলের মালিক সায়েদ হোসেন বেপারী ও চাঁত্রিশিরা গ্রামের হেলাল শিকদারের ছেলে আব্বাস শিকদার দীর্ঘদিন ধরে সড়কের সরকারি গাছ কেটে নিচ্ছেন। গতকাল শনিবার সকাল থেকে আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ পয়সারহাট-চাঁত্রিশিরা-বাগধা সড়কের চাঁত্রিশিরা নামক স্থান থেকে তাঁরা ১১টি চাম্বুল ও মেহগনি গাছ কেটে নেন, যার মূল্য প্রায় দুই লাখ টাকা।

বিজ্ঞাপন

খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান চালিয়ে তিনটি গাছ উদ্ধার করে বন বিভাগ।সাতদিনের সেরা