kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

জাবিতে পাঁচ দাবিতে অবস্থান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৫ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচলমান উন্নয়ন প্রকল্পের মাস্টারপ্ল্যান তৈরি এবং নতুন একাডেমিক ভবন নির্মাণসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার ছাত্র প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হয় জাবির ৩৯তম সিনেট অধিবেশন। এ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের জন্য ২৭৯ কোটি ১৩ লাখ টাকার বাজেট উত্থাপিত হয়।

সিনেট অধিবেশন চলাকালেই ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে পুরনো প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

তাঁদের বাকি দাবিগুলো হলো—বর্তমান গ্রন্থাগার ভবন যথাস্থানে রেখে নতুন গ্রন্থাগার ভবন নির্মাণ, শিক্ষকদের ঝুঁকিপূর্ণ আবাসিক ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ, সব দল-মতের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে তদারকি কমিটি গঠন। প্রকল্পগুলোর ব্যয়ের তথ্য ও অগ্রগতি তদারকি কমিটিকে অবহিত করার দাবিও জানান তাঁরা।সাতদিনের সেরা