kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

সফিউদ্দীন আহমেদ সম্মাননা পেলেন সাত বিশিষ্ট শিল্পী

নিজস্ব প্রতিবেদক   

২৫ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাতজন বিশিষ্ট শিল্পীকে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ সম্মাননা ২০২২ দেওয়া হলো গতকাল শুক্রবার। শিল্পগুরুর জন্মশতবর্ষ উপলক্ষে এই সম্মাননা দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ গতকাল চারুকলা অনুষদের বকুলতলায় এক অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেন। তিনিই ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ ও প্রিন্টমেকিং বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। সম্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলেন মোহাম্মদ কিবরিয়া, রফিকুন নবী, আবুল বারক্ আলভী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, কালিদাস কর্মকার ও শহিদ কবীর।

প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান শেখ মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, শিল্পী আহমেদ নাজির, দুর্জয় ফাউন্ডেশনের চেয়ারম্যান দুর্জয় রহমান জয়, শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ জন্মশতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক রোকেয়া সুলতানা, সদস্য সচিব অধ্যাপক মো. আনিসুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

 সাতদিনের সেরা