kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক   

২৫ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এইচএসসি ৯৭ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার পরিবার দুটির পুনর্বাসনের জন্য এক লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।

পরিবার দুটি হচ্ছে কুমিরার মরহুম আবুল হাসেম ও মনসুরাবাদের মরহুম মো. শাহজাহানের। অ্যাসোসিয়েশন জানায়, তাদের অর্থ সহায়তা পরিবার দুটির নিজস্ব ঘর তৈরিতে এবং এতিম শিশুদের লেখাপড়ার খরচ নির্বাহে সহায়ক হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া গুরুতরভাবে পুড়ে গেছে এবং অঙ্গহানি ঘটেছে এমন রোগীদের ওষুধ ও আনুষঙ্গিক খরচের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতিকে নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সংগঠনটি। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখায়রুল ইসলাম জিমি, বিদ্যুৎ ও সার্বিক সমন্বয়কারী শামসুজ্জোহা পলাশ, বখতিয়ার, সাইফ, মুরাদ, মামুন, সোহেলসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য এবং কলেজটির শিক্ষার্থী রিনি রায়, নজরুল ইসলাম, আলী হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 সাতদিনের সেরা