kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

আরো ২১ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক   

২৫ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছে।    

জানা গেছে, বর্তমানে সারা দেশে মোট ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০২ জন এবং দেশের অন্যান্য স্থানের হাসপাতালে আটজন রোগী ভর্তি রয়েছে।     

চলতি বছরের শুরু থেকে ২৪ জুন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা মোট ৮৮৫। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৭৪ জন। আর মারা গেছে একজন।    

 

 

 সাতদিনের সেরা