kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

অভিনন্দন জানাল পাকিস্তানও

কূটনৈতিক প্রতিবেদক   

২৫ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপদ্মা সেতু নির্মাণের জন্য পাকিস্তানও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠান।

বাংলাদেশকে ‘বন্ধুপ্রতিম’ দেশ হিসেবে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় পদ্মা সেতু উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সেতু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের প্রতীক।

বিজ্ঞাপন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য এবং সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

এর আগে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে পদ্মা সেতু নির্মাণের সাফল্যে অভিনন্দন জানিয়েছে।

 সাতদিনের সেরা