বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে খাদ্য ও বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। এ উপলক্ষে গত বুধবার একটি ভার্চুয়াল বাজার প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেইভ ও যুক্তরাষ্ট্রের কৃষিবিষয়ক দপ্তরের বৈদেশিক কৃষিসেবা বিভাগের প্রশাসক ড্যানিয়েল হুইটলি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এই আয়োজন যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের সঙ্গে খাদ্য ও পানীয় পরিবেশক ও আমদানিকারকদের সাক্ষাতের সুযোগ করে দিয়েছে।
বিজ্ঞাপন