মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্ত্রী জুলেখা বেগমকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি সিরাজুল ইসলামকে ১৯ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৪-এর পরিচালক মোজাম্মেল হক জানান, ২০০২ সালের জুলাই মাসে জুলেখাকে বিয়ে করেন সিরাজ। এর কিছু দিন পর থেকে যৌতুকের জন্য তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন।
বিজ্ঞাপন