সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনাসহ দেশের অন্তত ১৫টি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় এবং এখন পর্যন্ত সর্বত্র জানমাল রক্ষা ও ত্রাণসামগ্রী পৌঁছাতে না পারায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সুনামগঞ্জ ও সিলেটকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে সিপিবি বলেছে, ঢাকঢোল পিটিয়ে ত্রাণ তত্পরতার কথা বলা হলেও দুর্গত এলাকার পর্যাপ্ত খবর পাওয়া যাচ্ছে না। বরং দুর্গত এলাকার মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গতকাল বুধবার এক বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান, আশ্রয়কেন্দ্র স্থাপন, লঙ্গরখানা চালু ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা কার্যক্রম জোরদার করতে হবে।
বিজ্ঞাপন