kalerkantho

সোমবার । ৮ আগস্ট ২০২২ । ২৪ শ্রাবণ ১৪২৯ । ৯ মহররম ১৪৪৪

বিজ্ঞান জাদুঘরে চতুর্থ শিল্প বিপ্লবের ওপর সেমিনার

২৩ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচতুর্থ শিল্প বিপ্লবের সুফল প্রয়োগ করে কিভাবে আর্থ-সামাজিক পরিবর্তন, জীবনমান উন্নয়ন এবং সেবা প্রদানকে সহজ ও নির্বিঘ্ন করা যায়, তা নিয়ে এক কর্মশালা গতকাল বুধবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হয়। সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংক ও পেশাজীবী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিআইজিএমের পলিসি অ্যানালিসিস কোর্সের ১৫তম ব্যাচের প্রশিক্ষণার্থী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

বিজ্ঞাপন

এ ছাড়া অংশ নেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন (যুগ্ম সচিব) এবং বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তারা। সেমিনারে বক্তব্য দেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।

 

 সাতদিনের সেরা