ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে মধ্যরাত পর্যন্ত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর অবস্থান করার ঘটনা অনুসন্ধানে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ক্লাবের সাধারণ সম্পাদক ও নীল দলের সিনেট সদস্য অধ্যাপক আব্দুর রহীম।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রবিবার রাতে ক্লাবের সভাপতি বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষক ও সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের আমন্ত্রণে রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে যান।
বিজ্ঞাপন
এদিকে গতকাল রিজভী প্রশ্ন তোলেন, ক্লাবে বিরোধী রাজনৈতিক নেতারা কেন যেতে পারবেন না?