স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কাছে ১৭.০৮৯৪ একর ভূমি হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠান হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ ও ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে ভূমি মালিকদের চেক প্রদানের মধ্য দিয়ে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর ও মধ্যেরচর মৌজার জমি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত মাদরাসার উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও বাস্তবায়নে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
বিজ্ঞাপন