সিলেট অঞ্চলে বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। গতকাল বুধবার সাইফ পাওয়ারটেকের পক্ষ থেকে এক হাজার পরিবারের জন্য শুকনা খাবার, ওরস্যালাইন, শিশুদের গুঁড়া দুধ ও মোমবাতি হস্তান্তর করা হয়েছে।
সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক (প্রশাসন) মেজর (অব.) ফারুখ আহমেদ খান এসব সামগ্রী তুলে দেন সিলেটে বন্যায় উদ্ধার ও পুনর্বাসনকারী সেনা প্রশাসনের হাতে।
কিছুদিন আগে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদগ্ধ আহতদেরও সহায়তা দিয়েছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড।
বিজ্ঞাপন
সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে বন্যা দেখা দিয়েছে। বন্যার্তদের মধ্যে খাদ্য, বিশুদ্ধসহ প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিয়েছে।