kalerkantho

মঙ্গলবার । ৫ জুলাই ২০২২ । ২১ আষাঢ় ১৪২৯ । ৫ জিলহজ ১৪৪৩

সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   

২৩ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বুধবার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক। প্রধান অতিথির বত্তৃদ্ধতায় মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল স্থান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানেই ১৯৭১ সালে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতার ডাক দেন। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি স্বদেশে ফিরে বঙ্গবন্ধু এখানেই কান্নায় ভেঙে পড়া আবেগঘন ভাষণ দিয়েছিলেন।

বিজ্ঞাপন

১৯৭২ সালে বিরাট জনসভায় এখানেই বক্তব্য দিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। এ উদ্যানকে দৃষ্টিনন্দন ও সবুজের সমারোহে ভরে তুলতে ছোট-বড় প্রায় পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে।

 

 

 সাতদিনের সেরা