যশোরের বেনাপোলে আশানুজ্জামান বাবলু (৪৫) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা বাজারে এ ঘটনা ঘটে। নিহত বাবলু শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে ও ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের কোপে মারা গেছেন বড় ভাই।
বিজ্ঞাপন
সাতক্ষীরার দেবহাটায় শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছেন তাঁর জামাতা। গত মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার মাটিকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আজগার আলী সরদার (৫৫)। তিনি উপজেলার মাটিকুমড়া গ্রামের মৃত সুরত আলী সরদারের ছেলে ও একজন কৃষক।
নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য শত্রুতার জেরে আজিজুর রহমান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রামকান্তপুর গ্রামের মৃত গহের বিশ্বাসের ছেলে।