kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

কুমিল্লায় সুষ্ঠু ভোট করায় কমিশনকে ধন্যবাদ তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   

১৭ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লায় সুষ্ঠু ভোট করায় কমিশনকে ধন্যবাদ তথ্যমন্ত্রীর

হাছান মাহমুদ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের ওপর বেশি নজরদারি-খবরদারি সত্ত্বেও নির্বাচন কমিশন একটি ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচন করেছে উল্লেখ করে কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বার্ষিক প্রকাশনা ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান মাহ্মুদ বলেন, ‘কুমিল্লার জনগণকে অভিনন্দন জানাই এ জন্য যে দীর্ঘদিন পর সেখানে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী জয় লাভ করেছেন। নির্বাচনের সঙ্গে আমাদের দলের যারা সংশ্লিষ্ট ছিল এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত সুন্দর নির্বাচন করেছেন।

বিজ্ঞাপন

হাছান মাহমুদ কুসিক নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থীকেও অভিনন্দন জানিয়ে বলেন, তিনি অত্যন্ত অল্প ভোটে হেরেছেন। এত অল্প ভোটে হারলে আসলে মেনে নেওয়া কঠিন।সাতদিনের সেরা