kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০২২ । ২১ অগ্রহায়ণ ১৪২৯ । ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

সাতক্ষীরার মেয়র চিশতি বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি   

১৬ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকারি অর্থ তছরুপের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরার পৌর মেয়র ও বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মেয়র তাজকিনের বিরুদ্ধে মার্চ ২০১৬ থেকে জুন ২০২১ সাল পর্যন্ত ৫৮ লাখ ১৯ হাজার ৭০১ টাকা পানির বিল মওকুফসংশ্লিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়া ছয় বছরে সাতক্ষীরা পৌরসভার হাট-বাজার ইজারা বাবদ ৬৬ লাখ ৩৯ হাজার ৫৫১ টাকা বকেয়া রয়েছে।

বিজ্ঞাপন

ভ্যাট, আয়কর বাবদ ৩৬ লাখ ৭০ হাজার ৯৭০ টাকা আদায় করে তা সরকারি খাতে জমা করা হয়নি এবং ওই সময়ে ইজারা থেকে আসা অর্থ নিয়ম অনুসারে বণ্টন না করার যে অভিযোগ ছিল, সেটি প্রমাণিত হয়েছে।

 সাতদিনের সেরা