kalerkantho

রবিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১০ আশ্বিন ১৪২৯ ।  ২৮ সফর ১৪৪৪

চিকিৎসার জন্য শুভসংঘের আর্থিক সহায়তা

রংপুর অফিস   

১৬ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরংপুরের তারাগঞ্জের হাঁড়িয়ারকুটি ইউনিয়নের অসুস্থ কৃষ্ণ কান্ত রায়কে চিকিত্সার জন্য আর্থিক সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা। গতকাল বুধবার কৃষ্ণ কান্তের বাড়িতে গিয়ে তাঁর হাতে এ অর্থ তুলে দেন শুভসংঘের বন্ধুরা।

বাড়ির পাশে বাউদিয়ার বাজারে পানের দোকান করতেন কৃষ্ণ। হঠাত্ তাঁর শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

বিজ্ঞাপন

একাধিকবার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ভর্তি হয়েছিলেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে তিনি সুস্থ হয়ে না ওঠায় তাঁকে বাড়িতে রেখেই চিকিত্সা করাচ্ছে পরিবার। শরীরিক অসুস্থতায় তিনি চলাফেরা করতে পারেন না।

উপস্থিত ছিলেন শুভসংঘ তারাগঞ্জ শাখার উপদেষ্টা মো. আব্দুস সাত্তার, সভাপতি এনামুল হক দুখু, জ্যেষ্ঠ সহসভাপতি সুজন বাবু, সহসভাপতি আবু বারেক পিয়াল, সাধারণ সম্পাদক দীপংকর রায় দীপু প্রমুখ।

 সাতদিনের সেরা