নির্বাচনী পরিবেশ না থাকায় নির্বাচন কমিশন আরো তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে। এ ছাড়া একজন ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন স্থগিত করা ইউনিয়নগুলো হচ্ছে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক ও বিদ্যানন্দপুর এবং বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে আচরণবিধি লঙ্ঘন করে হামলা ও হুমকির জের হিসেবে নির্বাচন কমিশন (ইসি) গত রবিবার ভোটগ্রহণের তিন দিন আগে ঝিনাইদহ পৌরসভা এবং বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ ও টাঙ্গাইল জেলার অরণখোলা ইউপির নির্বাচন স্থগিত করে। অরণখোলা ইউপির ক্ষেত্রে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা এবং কেন্দ্র দখলের হুমকি দেওয়ায় একই উপজেলার মির্জাবাড়ী ইউপির চেয়ারম্যান সাদিকুল ইসলামের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় ইসি।
এ ছাড়া গত ৫ জুন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ও সাতকানিয়া উপজেলার এগুচিয়া ইউপির নির্বাচন স্থগিত করা হয়।