তিস্তা নদীর পানিবণ্টন সমস্যার সমাধান শিগগিরই হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, ‘তিস্তা চুক্তি আমরা করতে চাই। ধীরগতিতে হলেও কাজ এগোচ্ছে। ’
গতকাল সোমবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
উত্তোলনকে নদীভাঙনের অন্যতম কারণ অভিহিত করে নদীর নির্দিষ্ট জায়গা থেকে বালি উত্তোলনের আহ্বান জানান।
তিস্তা চুক্তির সর্বশেষ অবস্থা সম্পর্কে জাহিদ ফারুক বলেন, ‘তিস্তা চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী ও আমরা আগে চেষ্টা করেছিলাম। কাজটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে। এটার স্টাডি হয়েছে। ’ তিনি বলেন, ‘তিস্তা নিয়ে আমরা নিজেরাই উদ্বিগ্ন। চুক্তিটি আমরা করতে চাই। ধীরগতিতে হলেও কাজ আগাচ্ছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কারণে কাজটি স্লো হয়ে গেছে। আমরা হয়তো অচিরেই তিস্তা নদীর পানিবণ্টনের ব্যাপারটি সমাধান করতে পারব। ’
প্রতিমন্ত্রী আরো জানান, নদীভাঙনের সবচেয়ে বড় কারণ বালু উত্তোলন। রাতের অন্ধকারে নদীর কিনারা থেকে বালু ওঠায়। এ রকম হলে লোহা দিয়ে বাঁধ দিলেও কিন্তু বাঁধ থাকবে না। ’