kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

সিলেটে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা কর্মসূচিতে বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে সিলেটের কানাইঘাট, বরগুনার আমতলী ও বগুড়ার ধুনটে। সংঘর্ষে বরগুনার আমতলীতে পাঁচ পুলিশ সদস্য ও বগুড়ার ধুনটে বিএনপির পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। কানাইঘাটে বিএনপির দুটি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ—

সিলেটের কানাইঘাট উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

গতকাল সোমবার দুপুর ১টার দিকে কানাইঘাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সূত্র ধরে বিকেলে বিএনপির দুটি অফিস ভাঙচুর করা হয়।

এদিকে বরগুনার আমতলীতে গতকাল সোমবার বিকেলে এ কে স্কুল চৌরাস্তা এলাকায় পুলিশ বিএনপির মিছিলে লাঠিপেটা করলে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে পাঁচ পুলিশ আহত হয়।

অন্যদিকে বগুড়ার ধুনট উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের ওপর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের হামলায় পাঁচজন আহতের অভিযোগ উঠেছে।

 

 সাতদিনের সেরা