kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সুরক্ষা নিয়ে আর্টিকল নাইনটিনের উদ্বেগ

তিন সাংবাদিক খুন, ১১৮ জন লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএ বছর শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে তিনজন গণমাধ্যমকর্মী খুন হয়েছেন। চলতি বছরের প্রথম পাঁচ মাসে লাঞ্ছিত ও নির্যাতিত হয়েছেন ১১৮ জন সাংবাদিক। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকল নাইনটিন এ তথ্য তুলে ধরে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমাদান ৮৯তম বারের মতো পেছানোসহ সাংবাদিক নির্যাতনের অব্যাহত ঘটনায়ও সংস্থাটি নিন্দা জানিয়েছে।

বিজ্ঞাপন

মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের আর্টিকল নাইনটিন চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশজুড়ে সাংবাদিকদের ওপর শারীরিক হামলার ৬২টি ঘটনা লিপিবদ্ধ করেছে। এসব ঘটনায় ১১৮ জন সাংবাদিক আহত ও লাঞ্ছিত হয়েছেন। দেশের সচেতন নাগরিক, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর এসব ঘটনার প্রভাব ও ব্যাপকতা মারাত্মক। এরই মধ্যে একটি ভয়ের পরিবেশ ও সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে। আর্টিকল নাইনটিন সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে হত্যাসহ নির্যাতন ও অধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে সরকারের প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়নেরও আহ্বান জানায়।সাতদিনের সেরা