kalerkantho

শনিবার । ২৬ নভেম্বর ২০২২ । ১১ অগ্রহায়ণ ১৪২৯ ।  ১ জমাদিউল আউয়াল ১৪৪৪

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

ঢাকায়ই দেড় লাখ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকায়ই দেড় লাখ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত

ঝুঁকি নিয়ে কারখানায় কাজ করছে শিশু শ্রমিক। গতকাল তেজগাঁও এলাকা থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

ঢাকা শহরেই দেড় লাখের বেশি শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত বলে দাবি করেছেন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশের বক্তারা। গতকাল রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)।

‘শিশুশ্রম নিরসনে চাই সর্বজনীন সামাজিক সুরক্ষা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বক্তৃতা করেন এএসডির নির্বাহী পরিচালক এম এ করিম, প্রকল্প কর্মকর্তা গুল-ই জান্নাত জেনী, সুপারভাইজার সৈয়দ শাহিনুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আইনে শিশুশ্রম নিষিদ্ধ হলেও এখনো শিশুরা কৃষি, কলকারখানা, গণপরিবহন, আবাসন, খাবারের দোকান, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ইটখোলা এবং নির্মাণ খাতে কাজ করছে।

বিজ্ঞাপন

দারিদ্র্য ও বৈষম্যের কারণে অনেকেই শ্রম দিতে বাধ্য হচ্ছে। ফলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই শিশুশ্রম বন্ধ হলে দারিদ্র্য ও বৈষম্য কমাতে হবে। এ ক্ষেত্রে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসার বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

মানববন্ধনে প্রীস্কুল, লার্নিং অ্যান্ড রিক্রিয়েশন সেন্টার ও ড্রপ-ইন-সেন্টারের পথশিশু, গৃহকর্মে নিয়োজিত শিশু, কর্মজীবী শিশু, বস্তিবাসী শিশু ও শিশুদের অভিভাবকরা এবং এএসডির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তাঁরা বিভিন্ন দাবিসংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে। সেখানে অন্যতম দাবি ছিল ‘শিশু শিক্ষাকে হ্যাঁ বলুন, শিশুশ্রমকে না বলুন এবং শিশু নির্যাতন বন্ধ করুন। ’

 সাতদিনের সেরা