kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

আড়াই মাস পর শতাধিক ব্যক্তির করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ২৫ মার্চ এক দিনে শনাক্ত ছিল ১০২ জন। এরপর আর শতকের ঘর অতিক্রম করেনি।

বিজ্ঞাপন

শনাক্তের সংখ্যা বাড়লেও গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারো মৃত্যু হয়নি।

গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ৫৪ জনের করোনা শনাক্ত হয়। পরদিন বুধবার শনাক্ত হয় ৫৮ জনের দেহে। গত বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৫৯ জনে। শুক্রবার সেটা বেড়ে হয় ৬৪ জন। শনিবার তা বেড়ে দাঁড়ায় ৭১ জনে।

নতুন শনাক্ত ব্যক্তিদের নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু না হলেও এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১।

 

 সাতদিনের সেরা