kalerkantho

রবিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১০ আশ্বিন ১৪২৯ ।  ২৮ সফর ১৪৪৪

‘খালেদাকে বলির পাঁঠা বানানো বিএনপির উচিত নয়’

বাসস   

১৩ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘খালেদাকে বলির পাঁঠা বানানো বিএনপির উচিত নয়’

হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্মুদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার দাবি রাজনৈতিক। বিএনপি নেতারা রাজনৈতিক দুরভিসন্ধি থেকেই এই দাবি উপস্থাপন করেন, আগেও তাঁরা এ অপচেষ্টা করেছেন। খালেদা জিয়াকে এভাবে তাদের বলির পাঁঠা বানানো উচিত নয়।

তিনি গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী এ সময় প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বিএনপি ও কিছু সংস্থার নেতিবাচক মন্তব্যের জবাব দেন। তিনি বলেন, ‘এটি আমাদের সরকারের একনাগাড়ে চতুর্দশ বাজেট পেশ, এর আগে আরো ১৩টি বাজেট পেশ হয়েছে। সাড়ে ১৩ বছর ধরে যখনই বাজেট পেশ করা হয়েছে, তখনই দেখা গেছে কিছু চেনা মুখ, চেনা সংগঠন সব সময় এই বাজেট নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে। ’ তিনি বলেন, ‘গত ১৩ বছরে একটিবারও সিপিডি বাজেটের প্রশংসা করতে পারেনি আর বিএনপি তো আগের দিনই বিবৃতি লিখে রাখে, বাজেট ঠিকমতো না পড়েই বিবৃতি দেয়; কিন্তু বিশ্বব্যাংক, আইএফএম, জাতিসংঘ আমাদের প্রশংসা করে।

 সাতদিনের সেরা