kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

সংক্ষিপ্ত

মৃত্যুহীন দিনে শনাক্ত ২৩

নিজস্ব প্রতিবেদক   

২৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ২৩ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে কারো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯। মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০.৫৯ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩.৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৮৯৯টি। নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৮৮৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ চার হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।সাতদিনের সেরা