‘ভুয়া জন্মদিন’ পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুরের আদালত নতুন এই তারিখ জানান। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি জানিয়েছেন।
গতকাল মামলা দুটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
বিজ্ঞাপন