বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত বুধবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক বিতর্ক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে জাতিসংঘে এ দেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এ আহ্বান জানান। নিরাপত্তা পরিষদের চলতি মে মাসের সভাপতি যুক্তরাষ্ট্র ‘সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা’ শীর্ষক ওই বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, মানবিক কাজে নিয়োজিত কর্মীদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান এবং তাদের ওপর হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদ যেসব সম্ভাব্য বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করতে পারে, উন্মুক্ত বিতর্কটিতে সে সম্পর্কে আলোচনা করা হয়।
বিজ্ঞাপন