বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘বুধবার আট কেজি স্বর্ণসহ আটক হওয়া বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের কর্মচারী আব্দুল আজিজের ডিউটি খাবার দেওয়ার গাড়ি ক্যারিয়ারে ছিল না। তার সঙ্গে আরো অনেকে জড়িত। তার কাছে কেউ না কেউ এই স্বর্ণ হস্তান্তর করেছে। বিমানের কেউ না কেউ স্বর্ণ চোরাচালানে জড়িত।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, এ বিষয়ে বিমান থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয় থেকেও একটি তদন্ত কমিটি করা হবে। এই সিন্ডিকেটে জড়িতদের ছাড় দেওয়া হবে না। আটক হওয়া ব্যক্তিকে সাসপেন্ড করা হয়েছে। আগামী দিনে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।