জনগণ মনে করে, খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহ্মুদ। গতকাল বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাছান মাহ্মুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা অনুধাবনে বিএনপি ব্যর্থ। তাই জনগণ মনে করে, খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো উচিত।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আজকে বিএনপি বিক্ষোভ প্রদর্শন করছে। অথচ খালেদা জিয়া তো প্রধানমন্ত্রীকে হত্যার অপচেষ্টা চালিয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা সেটির প্রমাণ। সেই খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও দুই বছর তাঁকে কারাগারের বাইরে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়েছেন। ’