দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩০ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছে ২৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জন।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯৫ জন।