বাল্যবিবাহ প্রতিরোধে চিরিরবন্দরে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে শুভসংঘের বন্ধুরা। গতকাল বৃহস্পতিবার চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে কালের কণ্ঠ শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব উদ্দীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চিরিরবন্দর থানার তদন্ত ওসি মোসলেম উদ্দীন বসুনীয়া। উপস্থিত ছিলেন চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মার্শাল হোসেন, চিরিরবন্দর কালের কণ্ঠ শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উপদেষ্টা সোহাগ গাজী, সভাপতি কামরুজ্জামান পিয়াল, সহসভাপতি মোস্তাকিম আল প্রমুখ।
বিজ্ঞাপন