নিজ পরিবারে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার ৮৬.৮ শতাংশ নারী ও কিশোরী। আর ৮১.৬ শতাংশ নারী গণপরিসরে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন।
গতকাল বুধবার হোটেল শেরাটনে ‘সহিংসতার ভয় আর নয়’ শীর্ষক জাতীয় সংলাপে এ তথ্য তুলে ধরেন প্ল্যান ইন্টারন্যাশনালের গার্লস রাইটসের পরিচালক কাশফিয়া ফিরোজ।
২০২০-এর জানুয়ারি থেকে ২০২১-এর ডিসেম্বর পর্যন্ত সময়ে প্ল্যান ইন্টারন্যাশনাল প্রায় ১২ হাজার অংশগ্রহণকারী নারীর ওপর জরিপটি পরিচালনা করে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আলোচক হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান বলেন, ‘সরকার নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সব সরকারি ব্যবস্থায় নারীদের সম্পৃক্ত করছে। আমরা লিঙ্গ সংজ্ঞায়িত দায়িত্ব ভাগাভাগি করে পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি। ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন বলেন, ‘অবকাঠামোগত পরিবর্তন জরুরি। যেন ভয়ের ক্ষেত্রগুলোকে প্রতিরোধ করা সম্ভব হয়। পাশাপাশি জোর দিতে হবে সাপোর্ট সিস্টেম তৈরিতে। ’
মালালা ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এম এইচ তানশেন বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতামূলক জায়গা দরকার। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষক নিশ্চিত করতে হবে। ’
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘তরুণরা যখন কোনো সহিংসতার মুখোমুখি হয় তখন তাদের এগিয়ে আসা উচিত এবং নিজেদের জন্য উঠে দাঁড়াতে হবে। সব বৈষম্য এবং সহিংসতাকে চ্যালেঞ্জ করতে হবে তাদের। ’